দেশের ১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চিকিৎসকরা বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত।
বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের পোস্ট রিটায়ারমেন্ট লিভ (পিআরএল) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন—শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের কার্ডিওলজির বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল ফজল খবির উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.দেবাশীষ পাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রেজাউল করিম।
এ ছাড়া সুনামগঞ্জ মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু সাঈদ আব্দুল্লাহ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. পঙ্কজ কুমার মোহন্ত, মানিকগঞ্জ মেডিকেল কলেজ রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন ভুইয়া, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. মাহেনাজ আফরোজ, ঢাকা ডেন্টাল কলেজ প্রসথোডন্টিক্স বিভাগের অধ্যাপক ডা. আবু নোমান মো. আব্দুল্লাহ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবদুস সালাম এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মুরাদ চৌধুরী।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/জি,আদর্শ ছায়ানীড়,রিংরোড,শ্যামলী,আদাবর ঢাকা-১২০৭।
Copyright © 2025 chalonbilersomoy. All rights reserved.