নানা বিতর্ক ও সমালোচনার মধ্যে ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ।’
জানা গেছে, পুলিশ সদর দপ্তরের আদেশে বায়েজিদ আকনকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) সংযুক্ত করা হয়। একই সঙ্গে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে সোনাগাজী মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
মো. বায়েজিদ আকন ২০২৪ সালের ৫ ডিসেম্বর সোনাগাজী মডেল থানায় যোগ দেন। তবে সাম্প্রতিক সময়ে সোনাগাজীতে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো অপরাধ বেড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, হয়রানি এবং বিচারহীনতার অভিযোগে তার বিরুদ্ধে ভুক্তভোগীরা পুলিশ সুপার থেকে শুরু করে প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়