দিনের শেষে সূর্য যখন ধীরে ধীরে দিগন্তে হারিয়ে যায়, তখন প্রকৃতি যেন নিজের সমস্ত রঙ ঢেলে দেয় আকাশ আর পানির মাঝে। ছবিটির দৃশ্য যেন বাংলাদেশের গ্রামীণ জীবনের এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি—নৈঃশব্দ্যের মাঝে মিশে থাকা প্রকৃতির প্রশান্তি ও মানুষের সহজ-সরল জীবনযাত্রা।
সবুজ ঘাসে ঢাকা তীর, নিরিবিলি হ্রদের শান্ত জলরাশি আর তার উপর ঝলমলে সূর্যাস্তের সোনালি প্রতিফলন—সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে চারপাশে। নদীর পাড়ে কয়েকজন মানুষ মাছ ধরছেন, কেউ বা ছাতা হাতে দাঁড়িয়ে উপভোগ করছেন বিকেলের শেষ আলো। গাছের ডালে ভর করে ঝুলে থাকা পাতাগুলোও যেন সূর্যের শেষ রশ্মি ছুঁয়ে নিচ্ছে।
প্রকৃতির এমন দৃশ্য যেন মানুষকে মনে করিয়ে দেয়—শান্তি, সৌন্দর্য ও জীবনের আসল আনন্দ শহরের কোলাহলে নয়, বরং এই প্রকৃতির কাছেই। প্রতিদিনের ব্যস্ততা শেষে এমন এক বিকেলই পারে মনকে নতুন করে সজীব করে তুলতে।
বাংলার গ্রামাঞ্চলে এমন দৃশ্য এখনো অজস্র স্থানে দেখা যায়, যেখানে মানুষ প্রকৃতির সাথে সহাবস্থানে বেঁচে আছে। এই সূর্যাস্ত শুধু দিনের শেষ নয়—এ যেন জীবনের এক অনন্ত সৌন্দর্যের বার্তা বহন করে নিয়ে আসে প্রতিদিন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়