 
     সিলেট জেলা পুলিশ সবসময় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেছেন, পাথর উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে সরকার ঘোষিত নীতিমালা এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।
সিলেট জেলা পুলিশ সবসময় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেছেন, পাথর উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে সরকার ঘোষিত নীতিমালা এবং উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।
কালবেলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) ‘৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে : সিলেটের সাদাপাথর লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে পাঠানো বিবৃতিতে পুলিশ সুপার এসব কথা বলেন।
পুলিশ সুপার দাবি করেছেন, প্রতিবেদনে পুলিশ সুপার ও সিলেট জেলা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন, বস্তুনিষ্ঠতার ঘাটতিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
তিনি বলেন, সিলেট জেলা পুলিশ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা থেকে বিরত থাকবে দায়িত্বশীল গণমাধ্যম। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে তুলে ধরবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়