অল্পের জন্য রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

65

অল্পের জন্য প্রাণে বেঁচে গেল রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলক্রস গেটে একটি দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

স্থানীয়রা জানান, রেলক্রস গেটে একটি ইটবোঝাই ট্রলি প্রবেশ করতে গেলে গেটম্যান বাধা দেন। তবু ট্রলিচালক জোর করে রেললাইনে ট্রলি উঠিয়ে দেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস মাধনগর স্টেশনের অদূরেই প্রবেশ করলে গেটম্যান ট্রলিচালককে ট্রলি সরিয়ে নিতে বলেন।

তবু ট্রলিচালক নির্দেশ না মানলে গেটম্যান গেট নামিয়ে দেন। তখন ট্রলিচালক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গেট ভেঙে ট্রলি রাস্তার পাশের খাদে নামিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ অনেকে বলেন, গেটম্যানের নির্দেশ অমান্য করে ট্রলিচালক জোর করে ইটবোঝাই ট্রলি রেললাইনে তুলে দেন। তখনই রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস মাধনগর স্টেশনের দিকে আসে। ট্রলিচালক প্রাণ ভয়ে রেলগেট ভেঙে নিচে সরে যান।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার উজ্জল হোসেন কালবেলাকে বলেন, রেলস্টেশনের দক্ষিণের গেটে একটি ইটবোঝাই ট্রলি প্রবেশ করতে গেলে গেটম্যান তাতে বাধা দেয়। তবুও ট্রলিচালক জোর করে রেললাইনে ট্রলি উঠিয়ে দেয়। গেটম্যান গেট নামিয়ে দিলে ইটবোঝাই ট্রলি আটকে যায়। পরে গেট ভেঙে ট্রলিচালক ট্রলিটি নিচে নামিয়ে দেয়। তারা নিজ দায়িত্বে গেটটি মেরামত করেছে। বর্তমানে কোনো সমস্যা নেই।