অশ্রুভেজা প্রার্থনায় মুখর শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন দক্ষিণ কৃষ্ণপুর দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

: রাসেল আহম্মেদ (স্টাফ রিপোর্টার) বগুড়া
প্রকাশ: 1 month ago

51

৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া জামে মসজিদে আপোষহীন সংগ্রামের প্রতীক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী বিশেষ দোয়া মাহফিল। পুরো মসজিদজুড়ে ছিল আবেগ, অশ্রু আর গভীর প্রার্থনার পরিবেশ। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল এর। তবে ব্যক্তিগত জরুরি কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠান সফলতার জন্য শুভকামনা জানান। তার অনুপস্থিতিতে প্রতিনিধিত্ব করার কথা ছিল শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন) এর। তিনিও ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন: মো. হারুনুর রশিদ (হারুন), সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল, মো. জাকারিয়া ইসলাম (বিপ্লব), সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল, শিবগঞ্জ উপজেলা, তাদের নেতৃত্বে দোয়া মাহফিলে স্থানীয় মুসল্লি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সবার একটাই প্রার্থনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা। দোয়া শেষে উপস্থিত মুসল্লিরা বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, গোটা জাতির কামনা। আমরা আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্যের জন্য হাত তুলেছি।