
বগুড়া কেন্দ্রীয় (বড়) জামে মসজিদে আজ অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী অশ্রুভেজা দোয়া মাহফিল। আপোষহীন সংগ্রামের প্রতীক, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত এ মাহফিলে হাজারো মানুষ কান্নায় বুক ভাসিয়ে প্রার্থনায় অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন চাঁনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রীর দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা আজ শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির বেদনার কারণ। দেশমাতার সুস্থতার আশায় শিবগঞ্জসহ আশপাশের বিভিন্ন প্রান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিড় করেন নেতাকর্মীরা। মোনাজাতের মহুর্তে বহু নেতা-কর্মীর চোখের পানি গড়িয়ে পড়ে, কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর কাছে তুলে ধরেন তাদের আকুতি হে আল্লাহ, আমাদের প্রিয় দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
আবেগে মাখা এ প্রার্থনায় পুরো মাঠই যেন হয়ে ওঠে এক বিশাল মানবিক আবেদনময়তার সাগর।