১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ার হাট শাহি জামে মসজিদে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল। দেশের প্রিয় নেতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মসজিদজুড়ে ছিল আবেগ, অশ্রু এবং গভীর প্রার্থনার পরিবেশ। দোয়া মাহফিলে বিশেষভাবে অংশ নেন দেশনেত্রী খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। মাহফিলে এতিম শিশুদের উপস্থিতি বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায়। শিশুদের নিয়ে কুরানের পাখির মতো এক ঝাঁক ছেলেমেয়েরা দোয়ার পাঁজরিপূর্ণ পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলেছে। উপস্থিতরা দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে একসাথে প্রার্থনা করেন।
দোয়া শেষে স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা আশা প্রকাশ করেন, দেশের এ কিংবদন্তি নেত্রী শিগগিরই সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়