আজ কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেবেন ১২ সাঁতারু

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

96

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) আয়োজন করেছে বিশেষ সাঁতার প্রতিযোগিতা ‘তৃতীয় পাহাড় থেকে কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’। আজ শনিবার সকাল ৯টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে শুরু হয়ে কুতুবদিয়া দ্বীপের বড়কূপ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সাঁতার প্রতিযোগিতা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২ জন দক্ষ সাঁতারু কুতুবদিয়া-পেকুয়া চ্যানেলের প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সাঁতারপথ অতিক্রম করে পৌঁছবেন চূড়ান্ত গন্তব্যে। চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং সাঁতারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক প্রয়াস।

বোয়াস জানিয়েছে, এ আয়োজনের মূল লক্ষ্য হলো পানিতে ডুবে মৃত্যুহার কমানো, মানুষের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ বাড়ানো, পানিদূষণ রোধে সচেতনতা সৃষ্টি করা এবং নদীভিত্তিক পর্যটনকে উৎসাহিত করা।

ইভেন্টের উদ্বোধন করবেন এএসএম নূরুল আক্তার নিলয়, সহকারী কমিশনার (ভূমি), পেকুয়া উপজেলা, কক্সবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়াসের উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী। এ বছর ইভেন্টটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে পাহাড় থেকে ডট কম। আয়োজকরা ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।