আজ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি

: শাহরিয়া (স্টাফ রিপোর্টার) কুমিল্লা
প্রকাশ: ২ মাস আগে

4

আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলতি বছরের ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হওয়ায় ১২ রবিউল আউয়াল, অর্থাৎ ৬ সেপ্টেম্বর, সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ কারণে পূর্বনির্ধারিত ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বর ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে।

জরুরি সেবায় ছুটি প্রযোজ্য নয়

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে এ ছুটি প্রযোজ্য হবে। তবে জরুরি সেবার আওতায় থাকা খাতগুলো এর বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীরা। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য নয়।

জাতীয় পর্যায়ের আয়োজন

পবিত্র দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। থাকবে কোরআন তিলাওয়াত, নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, ইসলামিক বইমেলা ও বিশেষ প্রকাশনা। এ ছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য আলোকসজ্জারও ব্যবস্থা থাকবে।