আট দলের ৭ কর্মসূচি ঘোষণা

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

138

জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের পক্ষ থেকে সাত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর লিয়াজোঁ কমিটির বৈঠক থেকে এসব কর্মসূচি ঠিক করা হয়। আট দলের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম ও হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হোসাইন রায়হান প্রমুখ।

বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে সাত কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো—৩০ নভেম্বর রংপুর বিভাগে বিশাল সমাবেশ; ১ ডিসেম্বর রাজশাহী বিভাগে সমাবেশ; ২ ডিসেম্বর খুলনা বিভাগে সমাবেশ; ৩ ডিসেম্বর বরিশাল বিভাগে সমাবেশ; ৪ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগে সমাবেশ; ৫ ডিসেম্বর সিলেট বিভাগে সমাবেশ ও ৬ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে সমাবেশ।