আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডু গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আমীর খসরুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কাঠমান্ডুতে সোমবার (১৮ আগস্ট) ও মঙ্গলবার (১৯ আগস্ট) অনুষ্ঠেয় সেমিনারে অংশ নেবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়