
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম ও রবিউল হাসান।
উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, বৈঠকে নির্বাচনের কেমন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়ে আলোচনা হয়। এ সময় তারা গণঅধিকার পরিষদের নির্বাচনী ইশতেহার কি, জনগণ কেন গণঅধিকার পরিষদকে নির্বাচন ভোট দেবে, গণঅধিকার পরিষদ প্রার্থীরা জনগণকে কি মেসেজ দিচ্ছে এসব জানতে চান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, নির্বাচনে সব দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা সেসব বিষয়েও জানতে চাওয়া হয় বলে জানান আবু হানিফ।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়