ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন তাজুল ইসলাম তাজু: ফুলেল শুভেচ্ছায় বরণ
:
চলনবিলের সময় প্রকাশ: ৩ মাস আগে
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন তাজুল ইসলাম তাজু: ফুলেল শুভেচ্ছায় বরণ
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম তাজু। বুধবার (৩০ জুলাই ২০২৫) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আতিকুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আতিকুর রহমান বিশ্বাস করেন, তাজুল ইসলাম তাজুর এই পদপ্রাপ্তি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে নতুন গতি আনবে। নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু তার প্রতি আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ইউনিয়নের জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
8
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম তাজু।
বুধবার (৩০ জুলাই ২০২৫) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আতিকুর রহমান তাকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আতিকুর রহমান বিশ্বাস করেন, তাজুল ইসলাম তাজুর এই পদপ্রাপ্তি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে নতুন গতি আনবে। নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু তার প্রতি আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ইউনিয়নের জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।