মহান আল্লাহ তায়ালার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনী দিবস ১২ রবিউল আউয়াল উপলক্ষে বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী উত্তরগ্ৰাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্সের উদ্যোগে জশনে জুলুছ ও মাহফিলে ঈদে মিলাদুন্নবী সা: অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর, শনিবার সকালে দরবার শরীফ থেকে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহে জশনে জুলুছ (আনন্দ মিছিল) প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে এসে আলোচনা, মিলাদ, কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।
উক্ত জুলুছ ও মাহফিলের নেতৃত্ব প্রদান করেন, দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর সিদ্দিকী নোমানী আলহাছানী,মেজ শাহজাদা ছৈয়দ ওমর ফারুক নোমানী আল হাছানী ও চতুর্থ শাহজাদা মুফতী ছৈয়দ ছাবের আহমেদ নোমানী আল হাছানী।
এসময় জুলুছ পূর্ব পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ছয়গ্ৰাম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ নূরে আলম খান নাঈম, আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ কমিটি বাংলাদেশ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুর রশিদসহ আন্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ কমিটি বাংলাদেশ এর যুব ও ছাত্র কমিটির সদস্য এবং উত্তরগ্রাম আন্জুমানে হাছানীয়া দরবার শরিফের আশেক, ভক্তসহ নবীপ্রেমিক অসংখ্য সুন্নি জনতা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়