এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল জানবেন যেভাবে

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

193

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ২০১ পরীক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। পাশাপাশি ৩০৮ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মোট ৭৯ হাজার ৬৭১ শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া শেষ গত ২৩ অক্টোবর।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ ফলাফল জানা যাবে।