একটি মর্মান্তিক বাসর রাত

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 4 months ago

90

একটি মর্মান্তিক বাসর রাত। গাইবান্ধার সাদুল্লাপুরে নজরুল ইসলাম ও মোরশেদা আক্তারের বিয়ে হয়েছিলো ধুমধাম করে। নতুন জীবনের স্বপ্ন নিয়েই মোরশেদা এসেছিলেন নজরুলের বাড়িতে, বধূবেশে।

জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায় শুরু হওয়ার কথা ছিলো সে রাতে, কিন্তু বাসরঘরের সেই রাতটি পরিণত হলো এক ভয়াবহ দুঃস্বপ্নে।

​চারিদিকে উৎসবের আমেজ, নতুন দম্পতির জন্য সবার শুভকামনা, আর তারই মধ্যে ঘটে গেল এক নৃশংস ঘটনা। গভীর রাতে, যখন দুজনই নতুন ভবিষ্যতের স্বপ্নে বিভোর, তখনই মোরশেদা ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গ কেটে দেন। আচমকা এই আক্রমণে নজরুল আর্তনাদ করে ওঠেন, আর তার চিৎকারে ছুটে আসে বাড়ির লোকজন।

​রক্তাক্ত অবস্থায় নজরুলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনা শুধু একটি শারীরিক আঘাত নয়, বরং দুটি পরিবারের জীবনে এক কালো অধ্যায় যোগ করলো। যে রাতটি হওয়ার কথা ছিলো ভালোবাসার শুরু, সেই রাতটিই হয়ে গেলো বিশ্বাসভঙ্গ এবং হিংস্রতার প্রতীক।

​এই ঘটনার পেছনে কী কারণ ছিলো, তা এখনও অস্পষ্ট। তবে এটুকু বলা যায়, একটি রাত বদলে দিলো দুটি মানুষের জীবন, নষ্ট করে দিলো অনেক স্বপ্ন এবং জন্ম দিলো অসংখ্য প্রশ্নের।