এক দিনেই ঘুরে আসুন হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশ পল্লী

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

7

রাজধানীর কর্মব্যস্ততায় একঘেয়েমি চলে আসে। মন চায় একটু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে। কিন্তু সেই সময়টা আর করে ওঠা হয় না। কিন্তু একটু পরিকল্পনা সাজালে ঢাকা থেকে সাপ্তাহিক ছুটির দিনেও ঘুরে আসতে পারেন। এমনই একটি জায়গা নুহাশ পল্লী।

নুহাশ পল্লী, গাজীপুর

প্রয়াত কথাসাহিত্যিক ও গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত প্রাকৃতিক নৈসর্গ নুহাশ পল্লী। পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিংস্পট হিসেবে বেশ পরিচিত এই জায়গাটি। নুহাশ পল্লী গাজীপুর জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে পিরুজালী গ্রামে অবস্থিত। প্রায় ৪০ বিঘা আয়তনের এই জায়গাটি পুত্র নুহাশের নামানুসারে তৈরি করেন হুমায়ূন আহমেদ।

ঢাকার নিকটবর্তী দর্শনীয় স্থানগুলোর মধ্যে সহজে এবং স্বল্প সময়ে ঘুরে আসার জন্য নহাশ পল্লীকে বেছে নিতে পারেন। কিংবদন্তী  সাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতের স্পর্শে গড়া এই পল্লী বাগান বাড়ি। এখানে বন্ধু-বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়েও খুরে আসতে পারেন।

হুমায়ূন আহমেদ তার কল্পনার সমস্ত কিছুর বাস্তব রূপ দিয়েছেন এখানে। যারা তার পাঠক তারা খুব সহজেই এই বাগান বাড়ির প্রতিটি জিনিসকে মিলিয়ে নিতে পারবেন গল্পের একেকটি উপাদানের সঙ্গে। এখানে আছে বৃষ্টি বিলাস, ভুত বিলাস নামের বাড়ি। আছে ট্রি হাউজ এবং বিভিন্ন ভাস্কর্য্য। প্রায় ৩০০ প্রজাতির বিভিন্ন গাছের বাগানে সাজানো বাড়িটি। পদ্ম পুকুর, মৎস্য কন্যা এবং প্রাগৈতিহাসিক প্রাণীদের অনুকীর্তিও দেখতে পাবেন এখানে। আর নুহাশ পল্লীর লিচু তলায় রয়েছে হুমায়ূন আহমেদের সমাধিস্থল।

নুহাশ পল্লী যাবেন যেভাবে, কত খরচ

নুহাশ পল্লী যেতে হলে প্রথমে গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে। ঢাকা থেকে প্রভাতি বনশ্রীসহ বেশ কিছু বাস চলাচল করে এই রুটে।

 
বাসে চড়ার স্থানভেদে ঢাকা থেকে হোতাপাড়ার ভাড়া লাগবে ৫০ থেকে ৮০ টাকা।
 
হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে টেম্পু, রিকশা অথবা সিএনজিতে সহজেই নুহাশ পল্লী যাওয়া যায়। টেম্পোর ভাড়া লাগতে পারে ৪০ থেকে ৫০ টাকা। রিকশাযোগে গেলে খরচ হতে পারে ৫০ থেকে ৬০ টাকা। তবে সিএনজি নিয়ে গেলে ১২০ থেকে ১৫০ টাকা ভাড়া লেগে যাবে।
নুহাশ পল্লী ঢুকতে আগে থেকে অনুমতি নিয়ে রাখার কোনো ঝামেলা নাই। ২০০ টাকা ফি দিয়ে যে কেউ ঢুকতে পারেন। দশ বছরের বাচ্চাদের জন্য কোনো টাকা লাগে না। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে ড্রাইভার এবং গাড়ি পার্কের জন্যও কোনো টাকা লাগে না।

নুহাশ পল্লীর খুব কাছেই আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান বঙ্গবন্ধু সাফারি পার্ক। ঢাকা থেকে একদিনেই নুহাশ পল্লী এবং সাফারি পার্ক ঘুরে আসতে পারবেন। তবে সাফারি পার্ক পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগবে। তাই দুটো একদিনে ঘুরতে গেলে অনেক বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে দুই জায়গায় একদিনেই ঘুরার জন্য সময় বিবেচনা করে আগে থেকেই সেভাবে প্লান করতে পারেন।