এবার পাকিস্তানে চোখ সূর্য কুমারের

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

5

এশিয়া কাপের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে উড়িয়ে মিশন শুরু করেছে ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকরা ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়। কুলদীপ যাদব ৪ আর শিবম দুবে ৩ উইকেট নেন। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ভারত। আগামী রোববার এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচে সূর্যকুমারদের প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে তারা।

সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেওয়ার পর ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা সবাই ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি। দলের সবাই খুব উত্তেজিত। আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে চাই। ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছি আমরা।’ মাত্র ১৩ বলে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কুলদীপ। তিনি বলেন, ‘বোলিং এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করেছি। ফিটনেসের জন্য কৃতিত্ব প্রাপ্য আমাদের ট্রেনার অ্যাড্রিয়ান লেরুর। এই ম্যাচে আসলে সব কিছুই ঠিকঠাক হয়েছে। ক্রিকেটের এই ফরম্যাটে লেংথ খুব গুরুত্বপূর্ণ। ব্যাটার কী করতে চাচ্ছে, সেটা বুঝতে পারাও জরুরি। এই দুটি ঠিকঠাক হওয়ায় উইকেট এসেছে।ম্যাচের পর সূর্যকুমার আরও বলেন, এখানকার পিচ সম্পর্কে দলের অনেকেরই ধারণা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি এখানেই খেলা হয়েছিল। তখন বেশকিছু দিন দল এখানে ছিল। পিচ প্রায় একই রকম রয়েছে। তবে একটু মন্থর। গরম ভালোই আছে। মনে হয়েছিল স্পিনাররা ভালো করবে। তাই আমরা স্পিনারদের ওপর ভরসা রেখেছিলাম।

কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ভালোই বল করেছে। জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেরাও সাহায্য করেছে। তিনি আরও বলেন, প্রথম ম্যাচে আমরা দেখে নিতে চেয়েছিলাম পিচ কেমন আচরণ করে। পিচ দ্বিতীয় ইনিংসেও একই রকম ছিল। পরিবর্তন তেমন হয়নি।