কবিতা

: চলনবিলের সময়
প্রকাশ: 1 month ago

149

বিজয় ৫৪’র শপথ
মোঃ ঠান্টু আলম

এসো হে বন্ধু, নবীন, প্রবীণ—প্রমুখ,
আজকের এই বিজয় সকালে।
দ্বিধাহীন, দীপ্ত কণ্ঠে শপথ করি—
এই দেশ, এই দেশের মাটি
হায়েনামুক্ত করতে
রক্ত দিয়ে সিঞ্চিত করতে চাই জমিন।

কারণ, এই দেশ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে উর্বর ভুমি;
লক্ষ লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর
একাত্তরের ভয়াল আর্তনাদে
রচিত বাংলাদেশ।

সেই দেশে আধিপত্য নিপাত যাক!
নিপাত যাক ঐ সমস্ত কুলাঙ্গারেরা—
যারা লাখো শহীদের রক্তে কেনা পতাকা
নিজেদের প্রয়োজনে বেচে খেতে চায়;
যারা ইনকিলাবের মঞ্চ ভেঙে
অসুরের রাজ্য বানাতে চায়;
যারা তরুণ প্রাণের রক্ত দিয়ে
হোলি খেলে;
যারা দেশটাকে পরাধীনতার কোলে
তুলে দিতে চায়;
যারা আমাদের অস্তিত্বকে
বিলীন করে দিতে চায়।

দলাদলি, গালাগালি ছেড়ে—
আসো, কোমল হাতে হাত রেখে,
কাঁধে কাঁধ মিলিয়ে।
এসো হে বন্ধু,
নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ
গড়ার অদম্য প্রত্যয়ে।

এসো হে বন্ধু—
এসো মুক্ত মঞ্চে,বিজয়মাল্য গলে পড়ে
আল্লাহু আকবর ধ্বনিতে বলি—
‘বাংলাদেশ জিন্দাবাদ!’