
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ১৪ জানুয়ারি রাজধানীর ৩টি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বুধবার সকাল ১১টা থেকে একযোগে ৩টি স্থানে এই অবরোধ কর্মসূচি পালিত হবে।
সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। টেকনিক্যাল মোড়ে সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। তাঁতিবাজার এলাকায় কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ শিক্ষার্থীরা অবস্থান করবে বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
এদিকে অবরোধ কর্মসূচি সফল করতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন আন্দোলনের প্রতিনিধিরা।
তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি চালিয়ে যেতে হবে।