‘কাজী জাফরকে বাদ দিয়ে কেউ বাংলার ইতিহাস লিখতে পারবে না’

: কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশ: ২ মাস আগে

7

জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবাব আলী আব্বাস বলেছেন, কাজী জাফরকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লিখতে পারবে না কেউ। কাজী জাফরকে বাদ দিয়ে যদি কেউ ইতিহাস লিখে, সেটা পরিপূর্ণ ইতিহাস হবে না। ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে সব আন্দোলনেই কাজী জাফরের অবদান ছিল।

বুধবার (২৭ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজি বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাব আলী আব্বাস বলেন, ৫ আগস্ট জাতির জীবনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে মুছে নয়। ৫ আগস্ট এটা কোনো বিপ্লব নয়, এটা স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান। গত ১৭ বছর বিএনপির নেতৃত্বে যদি আন্দোলন সংগ্রাম না হতো, তাহলে চিলড্রেনস্ পার্টি এসে আন্দোলন সংগ্রাম করা সম্ভব হতো না।

উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রফিকুল ইসলাম মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির সদস্যসচিব আবুল কাসেম প্রমুখ।