বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে কুনিপাড়া স্ট্যান্ডমুখী রাস্তায় অবস্থিত একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাবাসী বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।
স্থানীয়রা জানান, এই ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করে। যদিও ভাঙন ও ঝুঁকি দেখা দিয়েছে, তবুও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসী ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। তারা যেকোনো সময় প্রাণহানির আশঙ্কা করে দ্রুত ব্রিজটি মেরামতের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়