
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কিচক জামে মসজিদে। এই বিশেষ আয়োজন ও মসজিদ উন্নয়নের লক্ষ্যে নগদ অনুদান প্রদান করেন দেশনেত্রীর সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. ফিরোজ মাহমুদ ইকবাল।
তিনি শুধু অর্থ সহায়তা দিয়েই থেমে থাকেননি, বরং সাধারণ মানুষের খোঁজখবর নিতে, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে এবং রাজনৈতিক সম্প্রীতি জোরদার করতে এক যোগ্য সন্তানের মতো দ্বারে দ্বারে ছুটে চলেছেন। স্থানীয় মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগে তিনি হয়ে উঠেছেন হৃদয়ের মানুষ।
উপস্থিত বিশিষ্টজন ও নেতৃত্ব: ডা. ফিরোজ মাহমুদ ইকবাল–বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক–সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন), বগুড়া জেলা বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি। জনাব মতিয়ার রহমান মতিন–সাবেক তিনবারের সফল মেয়র–সাবেক সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ: আলহাজ্ব আব্দুল লতিফ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন বিএনপি, এবিএম শাহিনুর ইসলাম সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিহার ইউনিয়ন বিএনপি, আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি, মোঃ শাহ আলম, সাবেক ক্রীড়া সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি
ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ: মোঃ হারুনুর রশিদ (হারুন), সাবেক সহ-সভাপতি, বগুড়া জেলা ছাত্রদল, মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল, হাদিউল ইসলাম জিকো, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল, সাগর আহম্মেদ, সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা ছাত্রদল, মাসুম আহম্মেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, মো. জাকারিয়া ইসলাম বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ও ছাত্রদল, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, সাবেক যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর যুবদল, রুহুল আমিন জামি, সাবেক সিনিয়র সহ-সভাপতি, পৌর ছাত্রদল, হাসিন আরমান মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ, শাকিল মিয়া, আহ্বায়ক, উপজেলা সমবায়দল
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ: মোঃ সাজু মিয়া, সরকার নূরনবী, মোঃ রফিকুল ইসলাম (রাজু), হিরা, ববি ইসলাম, মোঃ আব্দুল বাছেদ, মোঃ আলাবক চৌধুরী, মোঃ রাসেল মাহমুদ, সাংবাদিক রিপন মিয়া, মোঃ রনি ইসলাম প্রমুখ।
ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেন: “মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব। আজকে যে পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন, আমরা তাঁর জন্য এবং তারেক রহমান ভাইয়ের জন্য দোয়া করছি—আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন ও দেশের ভবিষ্যত নেতৃত্বে আরও দৃঢ়ভাবে ফিরিয়ে আনেন।
উক্ত অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। সকলে ডা. ফিরোজ মাহমুদের মানবিকতা, রাজনৈতিক নিষ্ঠা ও সামাজিক দায়িত্ববোধের প্রশংসায় পঞ্চমুখ হন।