কিশোরগঞ্জে ২ কলেজের নাম পরিবর্তন

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

95

কিশোরগঞ্জ জেলার দুটি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নতুন নাম ‘ইটনা সরকারি কলেজ’। সম্প্রতি কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের সই করা এক চিঠিতে, সংশ্লিষ্ট কলেজগুলোর সব নথি ও রেকর্ডে নতুন নাম ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘ইটনা সরকারি কলেজ’ করা হয়েছে। নতুন নামের ইংরেজি রূপ- ITNA GOVT. COLLEGE (EIIN-110345), ITNA, KISHOREGONJ।

এ ছাড়া, ভৈরব উপজেলার ‘সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’। নতুন নামের ইংরেজি রূপ- BHAIRAB GOVT. MOHILA COLLEGE (EIIN-110289), BHAIRAB, KISHOREGONJ।