কি কারণে এনসিপিতে গেছেন আতাউল্লাহ, জানালেন তারেক

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 5 months ago

76

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ অর্থনৈতিক লাভের জন্য এনসিপিতে গিয়েছেন বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান লিখেছেন, গণঅধিকার পরিষদের সিংহভাগ বিবাদ আতাউল্লাহ ভাইয়ের কারণে লাগত, এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা। তার মধ্যে কখনও নুরকে মাইনাস করার ষড়যন্ত্র, কখনও রাশেদকে মাইনাস করার ষড়যন্ত্র, কখনও আমাকে মাইনাস করার ষড়যন্ত্র।

তিনি আরও লিখেছেন, সে (আতাউল্লাহ) যতটা না সাহসী, তার চেয়ে বেশি কৌশলী, সুযোগ সন্ধানী। আশা করি এনসিপি তাকে নিয়ে ভালো সময় পার করছে। ওদের পুরো কোরামটা এনসিপিতে গেছে অর্থনৈতিকভাবে লাভবান হতে।

রোববার নির্বাচন ভবনে হাতাহাতির ঘটনার একটি ভিডিও শেয়ার করে আমজনতার দলের এই সদস্য সচিব লিখেছেন, প্রতিটি ঘটনার যা প্রকাশ করা হয়, তার আগে কিছুটা ভিন্নতা থাকতে পারে, এটা তেমনি। এখানে রুমিন ফারহানা বক্তব্যের ফ্লোরে ছিলেন, সেখানে তেড়ে ঢুকতে যাওয়ার ঘটনাটি প্রচার করা হয়নি। পরের হাতাহাতির ঘটনাটি প্রচার করা হয়েছে।

 

ভিডিওটিতে দেখা যায়, এনসিপি নেতা আতাউল্লাহ পোডিয়ামের দিকে তেড়ে যান। সেখানে অবস্থান করা কয়েকজন তাকে ধরে পেছনে সরিয়ে দেন। এ সময় তিনি ফ্লোরে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে টেনে তোলেন। পরে সংবাদ সম্মেলন করে আতাউল্লাহ দাবি করেন রুমিন ফারহানার লোকজন তার ওপর হামলা চালিয়েছে।