কুবিরদিয়ার গ্রামে গলায় ফাঁস নিয়ে কিশোরের আত্মহত্যা

: চলনবিলের সময়
প্রকাশ: ৪ মাস আগে

5

চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে ৩০ জুন সোমবার এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কিশোরের নাম গোলাম রাব্বি (১৫), সে ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, ‘পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। ছেলের পরিবার কিশোর প্রেমের সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। কিছুদিন আগে তারা দুজনে বাড়িতে কাউকে কিছু না বলে নিখোঁজ হয়। পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের বিয়ে দেওয়ার আশ্বাসে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে।

এঘটনার পর মেয়েটির পরিবার কৌশলে মেয়েকে ঢাকায় তার এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে রাব্বির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ঘটনার দিন ৩০ জুন সোমবার সকালে রাব্বির সঙ্গে ঐ মেয়ের এক আত্মীয়ের কথা হয় এবং সে জানায় তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এমন খবর শুনে রাব্বি বাড়ির সবার অগোচরে নিজ ঘরের দড়জা বন্ধ করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেলে পুলিশ ঘটনাস্থল থেকে রাব্বির লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশটি পুলিশের হেফাজতে নেয়।

এ ব্যাপারে, চাটমোহর থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।