কুমিল্লায় গত এক মাসে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারি কুমিল্লা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে ডিবি পুলিশসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একাধিক থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টু অভিযানে ৪২৬ জন, ডাকাত ২১ জন এবং নিয়মিত মামলার আসামি ৭৫০ জন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৮০১ কেজি গাঁজা ও ৪৫ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করে। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ, একটি বাস, দুটি ট্রাক ও দুটি সিএনজি জব্দ করা হয়।
ডাকাতির ঘটনায় ব্যবহৃত চারটি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ডাকাতদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার এবং কৃষকের আটটি গরু উদ্ধার করে পুলিশ।
এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ মোট চারটি পিস্তল, চারটি এলজি, একটি পাইপ গান এবং বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়