কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট/২০২৫ খ্রিস্টাব্দের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়ছার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, ইভটিজিং প্রতিরোধসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়