কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম পরিচিতি এবং মতবিনিময় সভা করেছেন। জেলা পুলিশ কুমিল্লার উদ্যোগে আজ সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সভা হয়। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শুরুতে পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সবার সঙ্গে একে একে পরিচিত হন। শান্ত পরিবেশে আলোচনার মাধ্যমে সভা এগিয়ে যায়। পুলিশ সুপার তার বক্তব্যে সাংবাদিকতার ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, তথ্যের সঠিক ব্যবহার অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখে। তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
তিনি জানান, জেলা পুলিশ কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে।
• জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা
• অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি
• মাদকবিরোধী অভিযান বাড়ানো
• সাইবার বুলিং প্রতিরোধে দ্রুত পদক্ষেপ
• কিশোর গ্যাং দমনে কঠোর অভিযান
• শহরে যানজট কমাতে নিয়মিত পরিকল্পনা
• সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি
তিনি বলেন, জনগণের আস্থা অর্জন জেলা পুলিশের দায়িত্ব। তিনি আরও বলেন, দ্রুত সেবা দেওয়ার জন্য পুলিশের সব ইউনিটকে সক্রিয় রাখা হবে। অপরাধ দমনে মাঠপর্যায়ে কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। তিনি আইন প্রয়োগে কঠোর অবস্থানের কথা জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার পরামর্শ দেন। শহরের যানজট, মাদক সমস্যা, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ বিষয়ে সাংবাদিকরা নিজেদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সব মতামত গুরুত্ব দিয়ে শোনেন। তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় সাংবাদিকরা পুলিশ সুপারকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। পুরো সভায় বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে। সাংবাদিক এবং পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়