কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শুক্রবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা একটি মিনি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৯৯ লাখ টাকা।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত মালামাল শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
তারা আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়