কুয়াকাটায় শুঁটকি শুকানোর দুর্গন্ধে স্থানীয়দের অবরোধ, প্রশাসনের আন্তরিকতার আশ্বাস

: জুয়েল রানা ( পটুয়াখালী) জেলা প্রতিনিধি
প্রকাশ: 2 months ago

151

কুয়াকাটার আবাসিক এলাকায় শুঁটকি শুকানোর কারণে দুর্গন্ধ প্রবল হয়ে স্থানীয়রা নিত্যজীবনে অসুবিধায় পড়েছে। শিশু, গর্ভবতী নারী ও বয়স্করা বেশি ভুগছেন বলে তারা জানিয়েছেন। স্থানীয়রা দ্রুত এই কার্যক্রম সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শুঁটকি শুকানোর কারখানার দুর্গন্ধ তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গরম আবহাওয়ায় দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে, যার ফলে শ্বাসকষ্টসহ নানা সমস্যায় পড়ছেন তারা। স্থানীয়রা যথাযথ ব্যবস্থা নিতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
পৌরসভা ও উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা জানিয়েছে, দুর্গন্ধ সংকট দূর করতে বিকল্প স্থান নির্ধারণ ও নিয়মিত নজরদারি করবে।
এই বিষয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সমস্যা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।