কুয়াশায় ঢেকে গেছে সড়ক, যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 3 months ago

80

নীলফামারীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে সকাল। শহরের রাস্তায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। মধ্যরাতের পর শীতের মাত্রা বেড়ে যাচ্ছে।

ভ্যানচালক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন ভোরে ভ্যান নিয়ে বের হই। আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছিল, দূরে কিছুই দেখা যাচ্ছিল না।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার ঘনত্ব বেশি ছিল।