 
     কুয়েতে ১০ প্রবাসী মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কুয়েতে ১০ প্রবাসী মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে যে, অ্যালকোহল থেকে বিষক্রিয়ার কারণে এ মৃত্যু হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিটি মৃত্যুর পেছনের কারণ ও সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবৈধ অ্যালকোহল উৎপাদন বা পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, আরও বেশ কয়েকজন যারা বিষাক্ত মদ পান করেছেন তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
জিলিব ব্লক ৪ থেকে এই মদ কেনা হয়েছিল বলে জানা গেছে। বিষক্রিয়ার পর গত রোববার (১০ আগস্ট) প্রায় ১৫ প্রবাসীকে ফরওয়ানিয়া এবং আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় আহমাদী গভর্নরেটে এলাকার বেশ কিছু ব্যক্তি এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়