কৃষক লীগের কেন্দ্রীয় নেতা বখতিয়ার গ্রেপ্তার

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 5 months ago

144

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ কৃষক লীগ হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন।

সিটিটিসির বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ জানতে  পারে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেপ্তার করে করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।