ইসরায়েলি বাহিনীর বাধা ও গ্রেপ্তার সত্ত্বেও মানবিক সহায়তাবাহী সুমুদ ফ্লোটিলার প্রায় ৩০টি নৌযান এখনো যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষকবলিত গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা পাওলা আলবানিজি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, যদি সাধারণ নাগরিকদের ছোট নৌযানগুলো গাজার এত কাছে পৌঁছাতে পারে, তবে রাষ্ট্রগুলোর শক্তিশালী নৌবাহিনী কেন ইসরায়েলি অবরোধ ভাঙতে পারে না?
তিনি আহ্বান জানিয়ে লিখেছেন— যাও, যাও ফ্লোটিলা! ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েলি নৌবাহিনী ইতোমধ্যে ১৩টি নৌযান আটক করেছে এবং সেখানকার আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের দাবি, আটক কর্মীরা সুস্থ আছেন এবং তাদের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সংগঠকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাধা সত্ত্বেও ফ্লোটিলার বাকি নৌযানগুলো গাজার উদ্দেশে যাত্রা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়