পর্দায় প্রেম, আবেগ আর রসায়নে দর্শকদের হৃদয় জয় করা কেয়া পায়েল-খায়রুল বাসার জুটিকে নিয়ে এবার আলোচনা ছাপিয়ে গেল নাটকের গণ্ডি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কেয়া পায়েলের একটি রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। নাটকের গল্প কি তবে সত্যিই বাস্তবতায় রূপ নিচ্ছে, নাকি সবটাই নিছক জল্পনা?
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। যেখানে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে। তবে নেটিজেনদের নজর কেড়েছে ছবির ক্যাপশন। সেখানে পায়েল লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’
প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন- এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা?
বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
উল্লেখ্য, পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটির গল্প এবং এই দুই তারকার অনস্ক্রিন পারফরম্যান্স এরই মধ্যে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়