শীত এলেই কেরানীগঞ্জের ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে। ভাপা পিঠা, ভেজা পিঠা আর পাটিসাপটাসহ বাহারি পিঠায় মেতে ওঠে কেরানীগঞ্জের প্রতিটি পরিবার।
শীত উপলক্ষে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব। কেরানীগঞ্জ ফুড ব্যাংক আয়োজিত এই মেলায় নানান রঙের বাহারি পিঠা নিয়ে হাজির হয়েছেন কেরানীগঞ্জের উদ্যোক্তাগণ।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশা বয়সের মানুষ মেলায় ভিড় করছে। মেলায় শীতের পিঠার পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের নাগরদোলা ও বায়োস্কোপ। মেলায় আগতদের জন্য টিকিট হতে শেষ দিন হবে র্যাফেল ড্র।
মেলায় আগতরা শীতের পিঠার স্টলগুলো ঘুরে ফিরে দেখছেন। কেউ দরদাম হাঁকিয়ে কিনছেন নিজের পছন্দসই পিঠা। এই শীতে বাড়তি আমেজ যোগ করছে শীতের পিঠা উৎসব।
শীতের পিঠার পাশাপাশি হোমমেড কেকসহ বিভিন্ন ফাস্ট ফুডের দোকান দিয়েছে কেউ কেউ। কেউ আবার ভারতীয় স্টাইলের বিভিন্ন ধরনের ফুচকা, পানি পুরি চেখে দেখছেন। তরুণ-তরুণীদের জন্য মিলনমেলায় রূপান্তরিত হয়েছে এই উৎসব।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়