ক্যান্সারের সঙ্গে লড়াই: এক নিঃসঙ্গ যোদ্ধার সাহসী আহ্বান

: চলনবিলের সময়
প্রকাশ: ৩ মাস আগে

3

আজকের এই বাস্তবতাকে যেন একাকী দাঁড়িয়ে থাকা একটি গাছের সঙ্গে তুলনা করাই মানানসই—সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা, চারদিকে শুধু ঢেউ আর হাহাকার বাতাসের শব্দ। তেমনি এক নিঃসঙ্গতায় দিন কাটছে এক ক্যান্সার আক্রান্ত রোগীর। জীবনযুদ্ধে একা এই যোদ্ধা আজ সাহায্যের অপেক্ষায়।

ডাক্তার জানিয়েছেন, তার ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। কিন্তু এই মুহূর্তে তার আর্থিক সামর্থ্য নেই। প্রতিটি দিন অজানা এক শঙ্কা আর হতাশার মধ্য দিয়ে কেটে যাচ্ছে। ভবিষ্যৎ অনিশ্চিত, জীবন ক্রমশ অন্ধকারের দিকে এগোচ্ছে।

তিনি জানান, আজ নিজেকে এই গাছটার মতোই নিঃসঙ্গ মনে হচ্ছে। সমুদ্রের পাড়ে একা দাঁড়িয়ে, চারিদিকে শুধু ঢেউ আর বাতাস। মনে হয় যেন জীবনের সব ঝড়ঝাপটা আমাকে একাই সহ্য করতে হচ্ছে।

ডাক্তার বলেছেন, আমার ক্যান্সার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কিন্তু সে সামর্থ্য আমার নেই।
আমি জানি না আগামীকালের সূর্য আমি দেখতে পাবো কিনা।
যিনি এই ঝড়ের মধ্যে আমাকে একটু হাত ধরে দাঁড়াতে সাহায্য করবেন?
চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য পেলে হয়তো আরেকটু দিন লড়াই করার সাহস পেতাম।
যদি পারেন, আমার পাশে এসে দাঁড়ান। আপনাদের সামান্য সাহায্যও আমার কাছে অনেক বড়।

 

এই মানবিক আবেদনটি যেন পৌঁছে যায় সেই সকল সহৃদয় মানুষদের কাছে, যারা তার লড়াইয়ে পাশে দাঁড়াতে পারেন। আপনার সাহায্যের হাত হয়তো এই যোদ্ধাকে বাঁচিয়ে রাখতে পারে আরেকটা দিন।

আর্থিক সহায়তার জন্য যোগাযোগ:
📱 বিকাশ/রকেট: 01768851540
📱 নগদ: 017688515403