বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার একটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইন, ২০২১ এর ২(ক) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা এসএসএফের বিশেষ নিরাপত্তা সুরক্ষা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়- “সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
এরইমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রতিদিনই হাসপাতালের সামনে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় বাড়ছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন থাকলেও ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি চাপ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়