খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

76

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তবে, কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলটির পক্ষ থেকে।