খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের দোয়া মাহফিল

: সোহেল আহম্মেদ (বগুড়া সদর)
প্রকাশ: 1 week ago

66

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় বগুড়া শহর যুবদলের কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শহরের কবি নজরুল ইসলাম রোডস্থ শহর যুবদল কার্যালয়ে বাদ জোহর দোয়া মাহ্ফিল পূর্বে আহসান হাবিব মমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার কর্মজীবনের উপর আলোচনা করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ইসলাম ও আলেম-সমাজের জন্য দরদী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম-সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, আলেম সমাজের প্রতি দরদ করতেন- তেমনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রসারেও তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শহর যুবদলের সিনিঃ সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সিনিঃ সাধারণ সম্পাদক আবু সাইদ মন্ডল সহ শহর ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।গাবতলী উপজেলার তেতুলগাছি জামিয়া রহমানিয়া মাদ্রাসার ৪০জন শির্ক্ষাথীর অংশগ্রহনে কোরআন খতম ও দোয়া পরিচালনা করেন হাফেজমাওলানা মোঃ আব্দুর রহিম।