খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন : আমিনুল হক

: চলনবিলের সময় ডেস্ক
প্রকাশ: 2 months ago

64

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না; আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।

আমিনুল হক জানান, নেত্রীর সেই কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।