খোয়ার পরিবর্তে ব্যবহার হচ্ছে ইটের ভুসি

: ashit mondal
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার জাহাজ মাড়া সমুদ্র সৈকতে সামুদ্রিক নৌচাচলের জন্য নির্মাণাধীন একটি ভবনের কাজ চলমান রয়েছে।

সেই ভবনের উপরে লাডারবাতি বসানো হবে সেই বাতির দিক নির্দেশনা দেকে সামুদ্রিক নৌ চলাচলের যে যানবাহন গুলো রয়েছে তারা তাদের গন্তব্য নির্ধারণ করবে, আর সেই কাজের জন্য যে ভবন নির্মাণ করার কাজ চলমান রয়েছে তার জন্য ব্যবহার হচ্ছে নির্মমানের রড বালু এবং খোয়া।

 

যেহেতু ভবনটি সমুদ্রের একেবারে নিকটে তাই এই অপরিহার্য মালামাল দিয়ে যদি ভবনটি নির্মাণ করা হয় তাহলে লবণআদ্রতার কারণে দ্রুত সময়ের ভিতরে এটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখছেন স্থানীয়রা।

 

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।