খৎনা করানোর সময় এক শিশুর বিশেষ অঙ্গের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে

: সুচন্দন সরকার, বগুড়া
প্রকাশ: 5 months ago

114

বগুড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে খৎনা করানোর সময় এক শিশুর বিশেষ অঙ্গের মাথা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনা কেবল শারীরিক নয়, মানসিক আঘাতও তৈরি করেছে।

​বগুড়া সদর উপজেলার কালশিমাটিতে গত শনিবার, আট বছর বয়সী শিশু মো. শাওন প্রামানিকের খৎনা করানোর জন্য আনিছার রহমান নামের এক ব্যক্তিকে ডাকা হয়। অভিযোগ অনুযায়ী, খৎনার সময় তিনি অসাবধানতাবশত শিশুর গোপনাঙ্গের চামড়া কাটার বদলে এর মাথা কেটে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

​এই ঘটনার পর অভিযুক্ত আনিছার রহমান নাকি কেটে ফেলা অংশটি পকেটে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, যা পরবর্তীতে এলাকাবাসীর নজরে আসে। ভুক্তভোগীর বাবা আবু বক্কর প্রামানিক বগুড়া সদর থানায় এ বিষয়ে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এর পাশাপাশি, অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

​এই ধরনের ঘটনা সমাজে প্রচলিত সনাতন খৎনা পদ্ধতির ঝুঁকিগুলোকে সামনে এনেছে। প্রশ্ন উঠেছে, কেন চিকিৎসকের তত্ত্বাবধানে না গিয়ে সাধারণ মানুষের কাছে এমন গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে? এতে শিশুদের ভবিষ্যৎ জীবন ঝুঁকির মুখে পড়ছে।