বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরিবর্তনের এক বিপুল সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে সেই সম্ভাবনার অনেকটাই নষ্ট হয়েছে। সরকারের পক্ষপাতমূলক ভূমিকার কারণে সরকার নিজেরা যেমন মানুষকে হতাশ করেছে, তেমনি তাদের কারণে গণঅভ্যুত্থানের অগ্রণী যোদ্ধাদের একাংশও পথ হারিয়েছে।
তিনি বলেন, মাত্র এক বছরের মধ্যে অতীতে গণআন্দোলন-গণঅভ্যুত্থানের সম্মুখ সারির কোনো যোদ্ধা নিজেদের এভাবে বিতর্কিত করেননি। এ কারণে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া লাখো তরুণ-যুবার মধ্যে এক ধরনের নৈরাশ্য, রাজনীতিবিমুখতা তৈরি হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে ‘গণঅভ্যুত্থানে তরুণ-যুবাদের স্বপ্ন : প্রত্যাশা আর প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের বার্তা নিজেদের দেহে ধারণ করতে পারেনি। এ কারণে বারবার তারা পথ হারিয়েছে, অপ্রয়োজনীয়ভাবে নিজেদের বিতর্কে জড়িয়ে ফেলেছে। তাদের নানা পদক্ষেপে ঐক্যের পরিবর্তে বিভাজন সৃষ্টি হয়েছে।
তিনি এখন সরকারকে যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে এসে নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত করার আহ্বান জানান।
এ সময় গণতান্ত্রিক অভিযাত্রায় তরুণ-যুবাদের রাজপথে জেগে থাকার আহ্বান জানান সাইফুল হক।
বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাৎউল্লাহ টুটুল, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, জাতীয় যুব সংহতির আহ্বায়ক হারুন অর রশীদ, নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক মাহফুজ খান, বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় সদস্য জামিরুল রহমান ডালিম, আউয়াল মাহমুদ প্রমুখ।
যুব সংগঠনগুলোর নেতারা বলেন, গণঅভ্যুত্থানে উচ্চকিত তরুণ-যুবাদের স্বপ্ন-আকাঙ্ক্ষা হারিয়ে যেতে দেওয়া যাবে না। দেশের যুব সমাজকে তাদের মানবিক জীবন নিশ্চিত না হওয়া পর্যন্ত জেগে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়