
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি গ্রামে গিয়ে জনগণের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। তিনি দলের কর্মীদের প্রতি জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যা সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার তাগিদ দেন।
সভায় আলোচনায় উঠে আসে—দশ টাকার গরিবের চাল আত্মসাৎ, চাঁদাবাজি বা গরিবের হক নষ্টকারীর জন্য বিএনপিতে কোনো স্থান নেই। দলের সাফল্য হবে তখনই, যখন দেশের জনগণের চাওয়া-পাওয়া বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ডা. আশিক মাহমুদ ইকবাল (স্বাধীন)। তিনি বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।” সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ঐক্য, শৃঙ্খলা ও শক্তিশালী সংগঠন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।