গলাচিপায় দুই দিন ব্যাপি রাসায়নিক পসার মুক্ত কৃষি মেলা উদ্বোধন

: পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ: 4 weeks ago

60

পটুয়াখালীর গলাচিপায় দুই দিন ব্যাপি কৃষি মেলার আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরশিবা টেকনিক্যাল ইনস্টিটিউট (সিটিআই) স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে প্রইস্ প্রকল্প কারিতাস বাংলাদেশের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় রাসায়নিক সার মুক্ত শীতকালীন শাক-সবজী প্রদর্শন করা হয়। এছাড়া কৃষকদের জৈব্য সার ব্যবহারে উদ্ভুদ্ধ করা হয়েছে। কৃষি মেলার উদ্ভোদন করেন প্রইস্ প্রকল্প কারিতাস বাংলাদেশের কর্মসূচী কর্মকর্তা, মো. সম্রাট সেরাও।

‎এসময় উপস্থিত ছিলেন, চরকাজল ফাঁড়ি ইনচার্জ মো. ফয়সাল, চরশিবা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ইঞ্জিনিয়ার এমদাদুল হক, প্রইস্ প্রকল্প কারিতাস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা, মো. জহিরুল ইসলামসহ ব্রাক সীড, এগ্রোস্যাল লিমিটেড ও নার্শিক প্লান্ট এন্ড পট লিমিটেড ও স্থানীয় কৃষকবৃন্দ।