গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ইলেকট্রনিক ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক পরীক্ষার্থীর নাম পরিমল সরকার।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কেন্দ্র পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্দেহ হলে পরীক্ষার্থীকে তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে গোপনে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পরবর্তীতে নকলের বিষয়টি নিশ্চিত হলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছিল।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ লুৎফর রহমান হীরা
হেড অফিসঃ ১/ জি,আদর্শ ছায়ানীড়, রিংরোড, শ্যামলী, আদাবর ঢাকা - ১২০৭।
স্বত্ব © ২০২৫ চলনবিলের সময়