গাইবান্ধায় ২য় দিনে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পুন্ন হয়েছে

: বিশ্বজিৎ সরকার ,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশ: 2 weeks ago

62

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শনিবার (০৩ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) ও গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে ৩ জন, গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১ জন এবং গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৪ জন মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন, বিভিন্ন কাগজ পত্রে ত্রুটি থাকায় ও সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে সতন্ত্র প্রার্থী মো: আজিজার রহমান, এসএম খাদেমুর ইসলাম খুুদি ও জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হক ।
.
গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদার।

গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল , গনঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, সতন্ত্র প্রার্থী সুজাউদৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুাৎতের
মনোনয়নপত্র বাতিল করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যাচাই-বাছাইয়ের এই ফলাফল জানান।

গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) ও গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।